Sunday, October 30

স্টোকসকে সাকিবের স্যালুট

 কানাইঘাট নিউজ ডেস্ক:
২২ গজে স্যালুট দিয়ে এর আগে আলোচনার টেবিলে স্থান করে নিয়েছিলেন ক্যারিবীয় বোলার স্যামুয়েলস। ওই স্যালুটের সঙ্গেও বেন স্টোকসের নাম জড়িত। গ্রানাডায় দ্বিতীয় টেস্টে স্টোকস আউট হবার পর তাকে মিলিটারি কায়দায় স্যালুট ঠুকে দেন স্যামুয়েলস।
এবার মিরপুর টেস্টেও এমন কাণ্ড দেখল ক্রিকেট বিশ্ব। স্টোকসকে সরাসরি বোল্ড করার পর স্যালুট প্রদান করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ছয় নম্বরে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন বেন স্টোকস। প্রথম ইনিংসে শূন্য রানেই ফিরতে হয়েছে তাঁকে। আজ বিপদজনক হয়ে ওঠার আগেই স্টোকসকে ফেরান সাকিব।
আউট হওয়ার আগে ২৫ রান করেছেন এই ইংলিশ অলরাউন্ডার।স্টোকসে ফিরিয়ে সাকিবের স্যালুট। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে পুরো মিরপুর স্টেডিয়াম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়