Saturday, October 29

বেশ চাপে কাটাচ্ছি দিনগুলো: শাহরুখ

বেশ চাপে কাটাচ্ছি দিনগুলো: শাহরুখ

কানাইঘাট নিউজ ডেস্ক: যে সব অভিনেতা-অভিনেত্রীরা তাঁর সঙ্গে কাজ করেছেন তাঁরা প্রায় সকলেই বলেছেন, ‘অফুরন্ত এনার্জি’ তাঁর। উঠতি অভিনেতা বা অভিনেত্রীরা একবার তাঁর সঙ্গে কাজ করলে বার বার তাঁর সঙ্গে কাজ করতে চান। কারণ, ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ করার ‘স্নায়ুর চাপ’ নাকি সহজেই কাটিয়ে ওঠা যায় তাঁর সঙ্গে কাজ করলে। ফলে ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরাটা অনেক সহজ হয়ে যায়। তিনি বলিউডের বাদশা শাহরুখ খান। ফিল্ম হোক বা রিয়ালিটি শো বা কোনও পাবলিক অ্যাপিয়ারেন্স— সবেতেই সর্বদা ফুরফুরে মেজাজে দেখা যায় তাঁকে। সেই শাহরুখ নাকি এখন বেশ চাপের মধ্যে দিন কাটাচ্ছেন! অবাক হচ্ছেন! এ কথা তিনি নিজেই টুইট করে জানিয়েছেন।

খুব সম্প্রতি তিনি টুইট করে জানিয়েছেন, “শুটিং শেষ হওয়ার পর থেকে বেশ চাপেই কাটাচ্ছি দিনগুলো। এর চেয়ে শুটিংয়েই অনেক রিল্যাক্সে কাটাই।”

কাজ থেকে আমরা সবাই যখন একটু ‘ছুটি’ পেতে চাই তখন বলিউডের বাদশা ছুটি কাটাতে গিয়ে হাঁফিয়ে উঠেছেন!

আসলে অভিনয়টাই তাঁর ধ্যান, জ্ঞান, স্বপ্ন। তাঁর দুনিয়ার বেশির ভাগটা জুড়ে রয়েছে ‘অভিনয়’। তাঁর জগত্ মানেই তো অভিনয় জগত্! তাই মোটেই ছুটি নেওয়া পছন্দ করেন না শাহরুখ খান। নিজের কাজকে এতটা ভালবাসেন বলেই হয়তো আজ তিনি বলিউড শাসন করছেন।

সূত্র- আনন্দবাজার

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়