কানাইঘাট নিউজ ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে রুশ দূতাবাসে মর্টার হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, দামেস্কের নিকটবর্তী বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি জেলা থেকে ওই হামলা চালানো হয়। মর্টার শেলটি দূতাবাসে প্রবেশের মুখে একটি নজরদারি পোস্টে এসে আঘাত করে। তবে এই হামলায় কেউ হতাহত হননি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
তবে এই হামলায় রুশ নীতি প্রভাবিত হবে না বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘আমরা নিশ্চিত করছি যে, সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের আপোষহীন নীতি অব্যাহত থাকবে।’
সূত্র: রয়টার্স।
এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, দামেস্কের নিকটবর্তী বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি জেলা থেকে ওই হামলা চালানো হয়। মর্টার শেলটি দূতাবাসে প্রবেশের মুখে একটি নজরদারি পোস্টে এসে আঘাত করে। তবে এই হামলায় কেউ হতাহত হননি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
তবে এই হামলায় রুশ নীতি প্রভাবিত হবে না বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘আমরা নিশ্চিত করছি যে, সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের আপোষহীন নীতি অব্যাহত থাকবে।’
সূত্র: রয়টার্স।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়