Sunday, October 23

আত্রাইয়ে মাদকসহ গ্রেফতার ৪

আত্রাইয়ে মাদকসহ গ্রেফতার ৪

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭ পিস এমপুলসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন উপজেলার ঘোষপাড়া গ্রামের মৃত. শফির পেয়াদার ছেলে মোঃ মেকুর পেয়াদা (৩৬), একই গ্রামের মৃত. কফিল উদ্দিন সরকারের ছেলে মোহসিন আলী সরকার (৫০), মৃত. শহিদুল্লাহ শেখের ছেলে আব্দুল হামিদ শেখ (৩৫), মৃত. মালেক বক্স পেয়াদার ছেলে ওফের আলী পেয়াদা (৩৬)।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে তাদেরকে উপজেলার ঘোষপাড়া এলাকা থেকে ১৭ পিস এমপুলসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে তাদেরকে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়