Friday, October 14

বড়লেখায় আপন ভাতিজার হাতে চাচা খুন


কানাইঘাট নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় আপন ভাতিজার ছুরিকাঘাতে আসুক আহমদ (৩৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশাচালক খুন হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আসুক আহমদ গ্রামের হাজী মঈন উদ্দিন মনাইর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেছরিগুল গ্রামের হাজী মঈন উদ্দিন মনাইর দুই ছেলে হেলাল আহমদ ও আসুক আহমদের মধ্যে দীর্ঘদিন থেকে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলছে। জমিজমা নিয়ে প্রায় ১৫ দিন পূর্বে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য স্থানীয়ভাবে সালিশ-বিচারে চেষ্টা চলছিল। এদিকে গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আসুক আহমদ বাড়ির সামনের সড়কে সিএনজি চালিত অটোরিকশা ধৌত করছিলেন। এ সময় ভাতিজা সুমন আহমদ (২২) পেছনদিক থেকে এসে আসুক আহমদের মাথায় ছুরি দিয়ে কোপ দেয়। এ সময় আসুক আহমদ আত্মরক্ষার্থে পাশের জমির কাদামাটিতে পড়ে যান। জমিতে পড়ার পরও জমির কাদামাটিতে ভাতিজা সুমন চাচার শরীরের অন্তত ৬-৭ স্থান ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। ঘটনার পর পরই ভাতিজা সুমন আহমদ পালিয়ে যায়। ছুরিকাঘাতে আহত আসুকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জমি থেকে উদ্ধার করে তাঁকে বড়লেখা হাসপাতালে নিয়ে আসেন। হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বড়লেখা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘১০-১৫দিন আগে ছোট ভাই আসুক বড় ভাই হেলালকে মারধর করেছিল। সেই ক্ষোভ থেকে হেলালের ছেলে সুমন চাচাকে ছুরি দিয়ে কুপিয়েছে জখম করেছে। ঘটনার পরই ভাতিজা সুমন পালিয়েছে। মামলা হয়নি।’ --সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়