Thursday, October 20

কানাইঘাটে এনাম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাটে এনাম উদ্দিন হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১৫ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল বুধবার সিলেটের বিশেষ দায়রা জজ (জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মোঃ মফিজুর রহমান ভূঞা এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে- কানাইঘাট থানার নয় নাম্বার গ্রামের সফু মিয়ার পুত্র বোরহান উদ্দিন (৩৫), একই এলাকার লিব উদ্দিনের পুত্র আব্দুল হক (৩২), বদই মিয়ার পুত্র জসিম উদ্দিন (২৪), একই থানার পাতিছড়া গ্রামের মুজিবুল হকের পুত্র জামিল উদ্দিন (৩২) এবং মিকিরকুছা গ্রামের মঈন মিয়ার পুত্র শামীম উদ্দিন (২২)। রায় ঘোষণাকালে বোরহান উদ্দিন ও আব্দুল হক পলাতক থাকলেও জামিল উদ্দিন, জসিম উদ্দিন ও শামীম উদ্দিন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। খালাসপ্রাপ্তরা হচ্ছেন-আবুল কালাম, জবরুল উদ্দিন, খাইরুল উদ্দিন, আব্দুর রহমান, সেলিম উদ্দিন, সোনা মিয়া, শাহীন উদ্দিন, আব্দুল হান্নান, মোঃ আছাব আলী, মুজিবুল, সফু মিয়া, আতাউর রহমান, মড়াই মিয়া, খলিল এবং শাহনুর আলী। তাদের প্রত্যেকের বাড়ি কানাইঘাট থানার বিভিন্ন এলাকায়। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ২০ অক্টোবর রাত সাড়ে ৮ টার দিকে কানাইঘাট থানার বড়খেওর গ্রামের সামাস উদ্দিনের পুত্র এনাম উদ্দিন কানাইঘাটের মনতাজগঞ্জ বাজার হতে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হন। একই থানার পানিছড়া মোকাম মসজিদের পূর্ব পার্শ্বে পৌছামাত্র পূর্ব শক্রতার জের ধরে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ আসামীরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সঞ্জিত হয়ে এনাম উদ্দিনের উপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২২ অক্টোবর রাত সাড়ে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় এনাম উদ্দিন মারা যান। এ ঘটনায় নিহত এনামের চাচা সমর উদ্দিন ২০ জনের নাম উল্লেখ করে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নং- ২২ (২২-১০-২০০৫)। দীর্ঘ তদন্ত শেষে কানাইঘাট থানার এসআই আজিজুর রহমান ২০০৭ সালের ১৭ মে ২০ জনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। এবং ২০০৯ সালের ৫ এপ্রিল চার্জগঠন হয়ে এ মামলার বিচারকায্য শুরু করেন আদালত। দীর্ঘ শুনানী ও ১৮ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামী বোরহান উদ্দিন, আব্দুল হক,জামিল উদ্দিন, জসিম উদ্দিন ও শামীম উদ্দিন এর বিরুদ্ধে দ্য পেনাল কোড এর ৩০২ ধারায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ড এবং বোরহান উদ্দিন, আব্দুল হক ও জামিল উদ্দিনকে দ্য পেনাল কোড এর ৩০৭ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১০ বছরের কারাদন্ড ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন এবং অপর ১৪ জনকে বেকসুর খালাস প্রদান করেন। রাষ্ট্রপক্ষে বিশেষ পিপি এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী ও আসামীপক্ষে এডভোকেট স্বপন কুমার সিকদার ও এডভোকেট সাবিনা ইয়াসমিন মামলাটি পরিচালনা করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়