আব্দুল্লাহ আল মাহবুব,দক্ষিণ কোরিয়া:
কোরিয়ার সবচেয়ে বড় অভিবাসী সাংস্কৃতিক উৎসব গত রবিবার শেষ হলো। স্থানীয় বাংলাদেশ কমিউনিটির পরিশ্রমই উৎসবকে সফল করেছে। কয়েকদিনের টানা অক্লান্ত পরিশ্রম ছিলো চোখে পড়ার মত। বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এবং দুতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ টানা দুইদিন পাশে থেকে, সরাসরি অংশ নিয়ে এবারের উৎসবকে অন্যরকম রুপ দিয়েছেন। প্রথম সচিব জাহিদুল ইসলাম ভুইয়া,
কোরিয়ায় বাংলাদেশের জনপ্রিয় গায়ক আশুতোষ অধিকারী, বাং দে হান ছিলেন পুরো প্রোগ্রামের মধ্যমণি।
বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার সভাপতি হাবিল উদ্দিন, সাবেক সভাপতি আবুবকর সিদ্দিক রানা, সাধারণ সম্পাদক সরওয়ার কামাল, নির্বাহী সদস্য বাংলাভিশন প্রতিনিধি ইজাজুল হকসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দদের অনেকেই উতসবে যোগ দিয়ে উতসাহ যুগিয়েছেন। চোখে পড়ার মত ছিল দেগু বাংলাদেশ কমিউনিটি এবং কিমহে কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতি।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়