Monday, October 10

ময়মনসিংহে আকন্দ ফুলের মেলা


কানাইঘাট নিউজ ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছা, ভালুকা ও ফুলবাড়িয়া উপজেলার গড় অঞ্চলের বিভিন্ন গ্রামের পথে শত শত গাছে ফুটেছে আকন্দ ফুল। এক সময় বাংলাদেশের আনাচে -কানাচে নিরস পতিত জমিতেও যে মূল্যবান ভেষজ উদ্ভিদ দেখা যেত, অথচ এখন তা দুর্লভ। তার নাম আকন্দ বা অর্ক। বহু রোগের নিরাময়কারী ওষুধ হিসেবে আকন্দের ব্যবহার বাংলার ঘরে ঘরে সুপরিচিত। আকন্দ গাছ ৮/১০ ফুট উঁচু হতে দেখা যায়। এ গাছের পাতায় এবং কা-ে দুধের মতো আঠা (ক্ষীর) রয়েছে। বিজ্ঞানীদের মতে, এর দুটি প্রজাতি রয়েছে- কেলোট্রপিস গাইগেনটিয়া এবং কেলোট্রপিস প্রসেরা। ওষুধ হিসেবে আকন্দের ভেষজ ব্যবহার বিষয়ে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় উল্লেখ রয়েছে। হাঁপানি, পেট খারাপ, অর্শ, ব্রণ, কোষ্ঠকাঠিন্য, বুকে কর্ফ, খোসপাচড়া, একজিমায় আকন্দের পাতা, কা- ও মূলের ব্যবহার রয়েছে। ময়মনসিংহের ভেষজ চিকিৎসক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জানান, উদ্ভিজ্জ ভেষজের শ্রেণি বিন্যাসে আকন্দের স্থান প্রথম সারিতে। আকন্দের গুণাগুণ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া উচিৎ। তাতে বিলুপ্তপ্রায় গাছটির কদর বাড়বে এবং সাধারণ মানুষ এটি সংরক্ষণে সচেষ্ট হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়