Tuesday, October 4

অস্ত্রোপচার শেষে খাদিজাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে

খাদিজাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে
কানাইঘাট নিউজ ডেস্ক: রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। মাথার অপারেশন শেষে মঙ্গলবার বিকেলে ডা. এ এম রেজাউল সাত্তার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অপারেশন শেষ হয়েছে। তাকে অবজারভেশনে রাখা হয়েছে ভ্যান্টিলেশন দিয়ে। ৭২ ঘণ্টা পর শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে পারবো। ৭২ ঘণ্টা পর তার নিউরোলজিক্যাল স্ট্যাটাস অ্যাসেস করবো। এগুলো অ্যাসেস করার পর শরীরের আঘাতগুলোতে অর্থপেডিক চিকিৎসা দেয়া হবে।

এর আগে সোমবার বিকেলে সিলেটের এমসি কলেজে বিএ (পাস) পরীক্ষা দিতে এসে এই হামলার শিকার হন খাদিজা। এ ঘটনায় হামলাকারী বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গুরুতর আহত খাদিজা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়