Friday, October 14

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি বাড়ানোর প্রস্তাব

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি বাড়ানোর প্রস্তাব

কানাইঘাট নিউজ ডেস্ক: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ৭৩ থেকে বাড়িয়ে ৮১ সদস্য বিশিষ্ট করার প্রস্তাব করেছে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটির গঠনতন্ত্র উপ-কমিটি।

আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটির গঠনতন্ত্র উপ-কমিটির এক সভায় এ প্রস্তাব করা হয়।

এ প্রস্তাবনায় সভাপতি মন্ডলীর সদস্য সংখ্যা ১৫ থেকে বাড়িয়ে ১৯, যুগ্ম-সাধারণ পদের সংখ্যা ৩ থেকে বাড়িয়ে ৪, সাংগঠনিক সম্পাদকের পদের সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ৮ এবং দু’টি কার্যনির্বাহী সদস্য সংখ্যা বাড়ানোর কথা বলা হয়।

সভায় সভাপতিত্ব করেন ড. আব্দুর রাজ্জাক। গঠনতন্ত্র উপ-কমিটির আহবায়ক ড. আব্দুর রাজ্জাক বলেন, গঠনতন্ত্র উপ-কমিটির এ প্রস্তাব আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে উত্থাপন করা হবে। কাউন্সিলে পাশ হওয়ার পর তা গৃহীত হবে।

এতে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও ডা. দীপু মণি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেনসহ গঠনতন্ত্র উপ-কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়