Friday, October 14

সেনা জওয়ানদের কাছে একটা 'মশার' সমান সালমান

সেনা জওয়ানদের কাছে একটা 'মশার' সমান সালমান

কানাইঘাট নিউজ ডেস্ক: উরি সেনা ছাউনিতে হামলা পরবর্তী সময়ে উত্তপ্ত হয়েছে ভারত-পাক সম্পর্ক। পাক শিল্পীদের ভারতে বয়কট করার দাবিও করেছিলেন অনেকে। কিন্তু, যুদ্ধের সঙ্গে শিল্প বা শিল্পীদের এক করতে নারাজ ছিলেন অভিনেতা সালমান খান।

সেই কারণেই ভারতীয় সেনার রোষের মুখে পড়তে হয়েছে এই তারকাকে। মেজর সুরেন্দ্র পুনিয়ার মতে, “সেনা জওয়ানদের কাছে একটা মশার সমান হচ্ছে অভিনেতা সালমান খান। ছবিতে এরা হিরো হলেও প্রকৃতপক্ষে এরা একটা বিশাল ‘জিরো’। সিনেমায় দেখানো স্টান্টগুলি সবই নকল থাকে।” তার আরও অভিযোগ, “অভিনেতারা অর্থটাকেই অধিক গুরুত্ব দিয়ে দেখে। অর্থই তাঁদের কাছে সবকিছু।

সেই কারণেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে সালমানের মতো তারকারা।” মেজর সুরেন্দ্র পুনিয়া সলমনের এহেন সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, “যে পাক শিল্পীদের পাশে দাঁড়াচ্ছেন তাঁরা উরি হামলার জন্য একবারও সমালোচনা করেনি। কিন্তু পেশোয়ারে স্কুলে সন্ত্রাসবাদী হামলার মতো ঘটনার নিন্দা করেছিল ভারত।”

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়