কানাইঘাট নিউজ ডেস্ক:
বাংলাদেশ আওয়ামীলীগ ফ্রান্স শাখার সহ প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কানাইঘাটের কৃতি সন্তান, সিলেট এমসি কলেজের মেধাবী ছাত্র, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল। গত শনিবার (৮ অক্টোবর ২০১৬) প্যারিসে অনুষ্ঠিত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের এক অনুষ্ঠানে ২০১৬ -২০১৯ সালের ১৫১ সদস্য বিশিষ্ট ফ্রান্স আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সোহেলকে সহ প্রচার সম্পাদক নির্বাচিত করার খবর তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মী, সহপাঠী ও শুভাকাংখীরা।
মহিউদ্দিন সোহেল এর বাড়ি কানাইঘাট উপজেলার বাণীগ্রামে। এদিকে মহিউদ্দিন সোহেল ফ্রান্স আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আল মিজান, উপজেলার ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, সিলেট জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক ও সাতবাক ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমেদ পলাশ, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ও দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুস সাত্তার, উপজেলা যুব লীগের যুগ্ম-আহবায়ক নাজিম উদ্দিন, জিয়া উদ্দিন, আলাউর রহমান, ইকবাল, বাবলু, রুবেল, মামুন, রোটারিয়ান ইমদাদুর রহমান ইমদাদ প্রমুখ। নেতৃবৃন্দ সোহেলকে মূল্যায়ন করায় ফ্রান্স আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। (প্রেস রিলিজ)।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়