কানাইঘাট নিউজ ডেস্ক:
রাজধানীর জুরাইনে গলায় ফাঁস দিয়ে পিংকী আক্তার (১৮) নামে এক তরুণী
আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গতকাল শনিবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা
ঘটে।
নিহত পিংকী তার বাবা মো. ওসমান মিয়া ও মা সেলিনা আক্তারের সঙ্গে শ্যামপুর উত্তর জুরাইন পাইবরাস্তা এলাকার থাকতেন। তার দেশের বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা থানার বড়গ্রামে।
সূত্রে জানা যায়, মোবাইলে কথা বলা নিয়ে মায়ের বকাঝকায় অভিমান করে পিংকী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্স এর উপ-পরির্দশক (এসআই) বাচ্চু মিয়া বলেন, পিংকীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি শ্যামপুর থানাকে জানানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহত পিংকী তার বাবা মো. ওসমান মিয়া ও মা সেলিনা আক্তারের সঙ্গে শ্যামপুর উত্তর জুরাইন পাইবরাস্তা এলাকার থাকতেন। তার দেশের বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা থানার বড়গ্রামে।
সূত্রে জানা যায়, মোবাইলে কথা বলা নিয়ে মায়ের বকাঝকায় অভিমান করে পিংকী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্স এর উপ-পরির্দশক (এসআই) বাচ্চু মিয়া বলেন, পিংকীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি শ্যামপুর থানাকে জানানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়