Friday, October 14

চামচামি করে নেতার ক্ষতি করবেন না: ওবায়দুল কাদের

চামচামি করে নেতার ক্ষতি করবেন না: ওবায়দুল কাদের
কানাইঘাট নিউজ ডেস্ক: আসন্ন আওয়ামী লীগের জাতীয় সম্মেলেনে সামনে রেখে অত্যুৎসাহী নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সম্মেলনে কোনো নেতার পক্ষে মোসাহেবি বা চামচামি করে তার ক্ষতি করবেন না। আমরা কেউ কারও প্রতিদ্বন্দ্বী নই, কেউ প্রার্থীও নই।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে দলের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত দফতর উপপরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ''আপনারা এ কমিটিতে (দফতর উপপরিষদ) অনেকেই আছেন। নেত্রী (শেখ হাসিনা) সম্মেলন উপলক্ষে অনেককেই ক্ষমা করে দিয়েছেন। এরপরও কেউ অন্যায় করবেন, আর সেটাও ক্ষমা করা হবে-এমনটা ভাবার কোনো কারণ নেই।''

অত্যুৎসাহী ভক্ত সেজে কাউকে প্রার্থী বানালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ''নেত্রী কাকে কোন পদে রাখবেন, সেটা কি আপনি জানেন? আর ওই ব্যক্তি যদি আপনার কাঙ্ক্ষিত পদ না পেয়ে থাকেন, তাহলে তো আপনি ভিকটিম হয়ে যাবেন।''

দফতর উপ-পরিষদের আহ্বায়ক ওবায়দুল কাদের বলেন, ''সম্মেলনের প্রস্তুতির প্রায় ৭৫ শতাংশ শেষ হয়েছে। আগামী ১৯ অক্টোবরের মধ্যে সব কাজ সম্পন্ন হবে। আশা করা যায়, শেখ হাসিনার নেতৃত্বে আমরা জাতিকে একটি সফল সম্মেলন উপহার দিতে যাচ্ছি।''

ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন মাহবুবউল আলম হানিফ, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুন্নাহার লাইলী, ড. আবদুস সোবহান গোলাপ, আবদুল মান্নান প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়