Monday, October 17

ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দ্বিধাবিভক্ত নেতাকর্মীরা

ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দ্বিধাবিভক্ত নেতাকর্মীরা

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। অছাত্র ও ব্যবসায়ীকে কমিটিতে শীর্ষপদে আনায় সমালোচনার ঝড় বইছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

বিষয়টিকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না নতুন কমিটির একাংশ। সংবাদ সম্মেলন করে নবগঠিত কমিটির সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ছাত্রদলের ওই অংশটি। অন্য অংশ অভিযোগটি অস্বীকার করে একে ছাত্রলীগের ষড়যন্ত্র বলে দাবি করেছে। এ নিয়ে ক্যাম্পাসে সোমবার দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। জানা গেছে, গত ১৩ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের অনুমোদনে দীর্ঘ সাত বছর পরে গঠিত হয় ১৪ সদস্যবিশিষ্ট পবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়