Sunday, October 9

আবারো মাশরাফির আঘাত

আবারো মাশরাফির আঘাত

কানাইঘাট নিউজ ডেস্ক: ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করছে ইংল্যান্ড। সতর্ক শুরু করলেও দুর্দান্ত বোলিংয়ে ইংলিশদের টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে ফিরিয়েছেন মাশরাফি। ভিন্স ও জেসন রয়কে ফেরান টাইগার দলপতি। এরপর বেন ডাকেটকে ফেরান সাকিব।

মাশরাফির বলে মোসাদ্দেকের কাছে ক‌্যাচ দিয়ে বিদায় নেয়ার আগে ৫ রান করেন ভিন্স। অপরদিকে মাশরাফির বলে এলডব্লিউ হয়ে বিদায় নেয়ার আগে ১৩ রান করেন রয়। এদিকে সাকিবের বলে বোল্ড হয়ে শূন্য রানে বিদায় নেন অভিষেক ম্যাচে অর্ধশতক করা ডাকেট।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৪ রান। ক্রিজে আছেন স্টোকস ও বেয়ারস্ট্রো।

এর আগে টস হেরে আগে ব্যাট করে ইংল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। শেষ মুহূর্তে মাশরাফির ঝড়ো ব্যাটিংয়ে এ সংগ্রহ দাঁড় করিয়েছে টাইগাররা। মাশরাফি ২৯ বলে ৪৪ রান করেন। এদিকে নাসির ২৭ রান নিয়ে অপরাজিত ছিলেন।

নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করে টাইগাররা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়