ভোলা প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা সদর ও চরফ্যাসন উপজেলার মেঘনায় মাছ ধরার অপরাধে ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।
শুক্রবার(১৪অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার ইলিশা থেকে ভোলার খাল পর্যন্ত এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। এ সময় ৬ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান, ‘কোস্টগার্ড ও মৎস্য বিভাগের একটি টিম শুক্রবার সকালে ভোলা সদরের মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ইলিশ মাছ ধরার অপরাধে ৮ জেলেকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ৪ জেলেকে এক বছর করে ও ৩ জনকে ১৮ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কামাল হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন; সুমন, শরিফ, রুবেল, ইউনুছ, মোঃ কামাল, মিলন ও আবু। এছাড়া বিল্লাল নামে আটকৃত এক শিশু জেলেকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে জব্দকৃত কারেন্টজাল তুলাতুলি এলকায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় এবং ইলিশ মাছ এতিম খানায় বিতরণ করা হয়।
অন্যদিকে চরফ্যাশন উপজেলায় দুই জেলেকে আটক করা হয়। আটক জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
শুক্রবার(১৪অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার ইলিশা থেকে ভোলার খাল পর্যন্ত এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। এ সময় ৬ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান, ‘কোস্টগার্ড ও মৎস্য বিভাগের একটি টিম শুক্রবার সকালে ভোলা সদরের মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ইলিশ মাছ ধরার অপরাধে ৮ জেলেকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ৪ জেলেকে এক বছর করে ও ৩ জনকে ১৮ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কামাল হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন; সুমন, শরিফ, রুবেল, ইউনুছ, মোঃ কামাল, মিলন ও আবু। এছাড়া বিল্লাল নামে আটকৃত এক শিশু জেলেকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে জব্দকৃত কারেন্টজাল তুলাতুলি এলকায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় এবং ইলিশ মাছ এতিম খানায় বিতরণ করা হয়।
অন্যদিকে চরফ্যাশন উপজেলায় দুই জেলেকে আটক করা হয়। আটক জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়