Saturday, October 15

আ’লীগের ২০তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে মিছিল

আ’লীগের ২০তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে মিছিল

কানাইঘাট নিউজ ডেস্ক: আগামী ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সফল ও সার্থক করার লক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অভিনন্দন জানিয়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে মুজিব চত্বর থেকে একটি অভিনন্দন মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে উত্তর বাজার ব্রিজে এসে সমাবেশ মিলিত হয়। সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মৃদুল আহম্মেদ সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস শহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, যুবলীগের সভাপতি অলোক কর্মকার, সাধারণ নাসির তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্তসহ অন্যান্যরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়