কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেট ছেড়ে চলে গেছেন বিরোধী দলীয় নেত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ।
শনিবার বিকেল ৪টা ৩৫ মিনিটের সময় একটি হেলিকপ্টারে করে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
এসময় তার সাথে ছিলেন- সংসদ সদস্য সালাউদ্দিন মুক্তি, ব্যক্তিগত সহকারী মামুনুর রশীদ, দলের প্রেসিডিয়াম সদস্য ফয়সল চিশতী, সহকারী মুসলেম।
এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে রেজিস্ট্রারি মাঠে জেলা জাতীয় পার্টির জনসভায় আসেন তিনি।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের যত উন্নয়ন হয়েছে সব উন্নয়নই জাতীয় পার্টির সরকারের আমলে হয়েছে। ওই সময়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের উন্নয়ন করা হয়েছে। কিন্তু পরবর্তী সরকারগুলো এরশাদের করে যাওয়া উন্নয়ন বন্ধ করে দেয়। এতে প্রমাণ হয়; জাতীয় পার্টি ছাড়া অন্য কোন সরকার দেশের উন্নয়ন চায় না।
তিনি আগামীতে জাতীয় পার্টিকে দেশের ক্ষমতায় নিয়ে যেতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এর আগে দুপুর পৌনে ১টায় বেসরকারী বিমান সংস্থা ইউএস বাংলার একটি বিমানে করে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
সিলেটে পৌঁছেই নেতৃবৃন্দকে সাথে নিয়ে হযরত শাহজালাল (রহ:) ও শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়