Thursday, October 13

হামলার অভিযোগে আটক সিরীয় জঙ্গির 'আত্মহত্যা'

হামলার অভিযোগে আটক সিরীয় জঙ্গির 'আত্মহত্যা'

কানাইঘাট নিউজ ডেস্ক: জার্মানির বার্লিন সিটিতে হামলার অভিযোগে আটক জাবের আল-বকর নামের সন্দেহভাজন সিরীয় জঙ্গি আত্মহত্যা করেছেন। বুধবার দেশটির জিপজিগ কারাগারে এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

এর আগে, ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত থাকা ও বার্লিন বিমানবন্দরে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে গত সোমবার ২২ বছর বয়সী ওই সিরীয় শরণার্থীকে আটক করা হয়। আর এ কাজে সহযোগিতা করেন তিন সিরীয় শরণার্থী।

বিবিসি জানায়, জার্মান পুলিশ এক মাস ধরে তাতে নজরদারিতে রেখেছিল। কিন্তু গত শনিবার তার বাড়ি তল্লাশি করেও তাকে পাওয়া যায়নি।

আল-আল-বকর কীভাবে আত্মহত্যা করেছেন তা স্পষ্ট না হলেও জার্মান পত্রিকা দের স্পিগেল জানিয়েছে, আটকের পর সন্দেহভাজন ওই জঙ্গি কারাগারের ভেতর অনশন শুরু করেন। তাকে সার্বক্ষণিক নজরদারিতেও রাখা হয়েছিল।

এদিকে, জাবের আল-বকরের মৃত্যুর ঘটনার রহস্য বের করার জন্য ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স‌্যাক্সনি রাজ্যের বিচারমন্ত্রী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়