Monday, October 10

পাক সেনাপ্রধানের সীমান্ত পরিদর্শন

পাক সেনাপ্রধানের সীমান্ত পরিদর্শন
কানাইঘাট নিউজ ডেস্ক: রবিবার সীমান্ত সংলগ্ন অঞ্চল ঘুরে দেখেছেন পাক সেনাপ্রধান রহিল শরিফ৷ পরিদর্শনের পর পাক সেনাবহরের প্রস্তুতিতে সন্তোষও প্রকাশ করেছেন শরিফ।

পাক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে।

জেনারেল শরিফ এদিন পাক অধিকৃত কাশ্মীরের হাজি পীর সেক্টর ঘুরে দেখেন৷ সেক্টরের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে একান্তে কথাও বলেন বেশ খানিকক্ষণ৷ ভারত ও পাকিস্তানের মধ্যে প্রত্যেকদিন উত্তেজনা যে হারে বাড়ছে, সেই পরিস্থিতিতে শরিফের এই পরিদর্শনকে যুদ্ধের প্রস্তুতি বলেই দাবি করছে একাধিক পাক সংবাদমাধ্যম৷ তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে খবর, পাকিস্তানের যাবতীয় গতিবিধির উপর নজর রাখা হচ্ছে৷

অন্যদিকে, ৮৪তম বায়ুসেনা দিবসের অনুষ্ঠানে বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা শনিবারই স্পষ্ট জানিয়েছেন, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে অনেক কথা হচ্ছে৷ কিন্তু সে বিষয়ে সেনা মুখ খুলবে না৷ সময় হলেই কাজের মাধ্যমে দক্ষতা প্রমাণ করবে৷ চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান হিসাবে বায়ুসেনা প্রধানের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ পাশাপাশি, নাম না করে পাকিস্তানের প্রতি কড়া বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও৷ তিনি বলেন, ‘ভারত কোনো দেশ আক্রমণ করবে না৷ কিন্তু আক্রান্ত হলে গুলির হিসাবও রাখবে না৷’

এর আগে ২৯ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই প্রত্যাঘাতের আশঙ্কায় সতর্ক ভারত৷ তাই জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে৷ বাড়ানো হয়েছে বাহিনীর শক্তিও৷

ঠিক একইভাবে পাকিস্তানের তরফেও বাড়তি তৎপরতা গোয়েন্দাদের নজরে এসেছে৷ সরকারের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানান, ‘এই মুহূর্তে ওরা বেশি জওয়ান আনছে, নিয়ন্ত্রণরেখা থেকে বাসিন্দাদের সরাচ্ছে৷ কিন্তু তাদের উদ্দেশ্য নিয়ে শুধু জল্পনা করে লাভ নেই৷ তবে আমাদের ধারণা, ফের সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে বলে ওরা আশঙ্কিত৷’

খবরে আরো জানা যায়, সার্জিক্যাল স্ট্রাইকের পাল্টা হিসাবে পাক প্রশাসন ফিদায়েঁ হামলার উপর ভরসা করছে। ভারতে ঢোকার জন্য অন্তত একশ’ জঙ্গি তৈরি রয়েছে। পাশাপাশি, জঙ্গি শিবিরগুলি সেনা ছাউনির আরও কাছে সরিয়ে নিচ্ছে তারা৷

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়