Saturday, October 8

কানাইঘাটে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার


নিজস্ব প্রতিবেদক: সিলেটের পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান কানাইঘাটের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। শনিবার সন্ধ্যার দিকে পুলিশ সুপার কানাইঘাট বাজারস্থ উষা রঞ্জন দের বাড়ীর ও পৌরসভার পত্রনবিশেরমাটি কাজল চন্দ্র দাসের বাড়ীর সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করে মন্ডপে আগত হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ ও পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করে তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ বলেন, কানাইঘাটের ২৯টি পূজা মন্ডপে বিপুল উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান উদ্যাপিত হচ্ছে। পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সব সম্প্রদায়ের মানুষ আমাদের সার্বিক ভাবে সাহায্য ও সহযোগিতা করে আসছেন। কানাইঘাটে যুগ যুগ ধরে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে আমরা ধর্মীয় অনুষ্ঠানমালা পালন করে আসছি। পূজা মন্ডপ পরিদর্শনকালে কানাইঘাট নিউজকে পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, বাংলাদেশ হচ্ছে একটি অসাম্প্রদায়িক মুক্ত দেশ। এখানে সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে পালন করে থাকেন। ধর্মীয় এ সম্প্রীতি আমাদের ধরে রাখতে হবে। সিলেটের প্রতিটি উপজেলায় পুলিশ প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে শারদীয় দূর্গাপূজা প্রতিটি মন্ডপে উৎসবের আমেজে পালিত হচ্ছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পূজা মন্ডপ পরিদর্শনের আগে পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান কানাইঘাট থানা পরিদর্শন করেন। পরে তিনি থানার অফিসারদের নিয়ে মত বিনিময় করেন। মতবিনিময় কালে কানাইঘাটের সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়নে পুলিশ কর্মকর্তাদের আরো নিষ্ঠা, সততার সাথে দায়িত্ব পালন এবং আইন শৃঙ্খলার অবনতি হয় এমন অপরাধ মূলক কর্মকান্ডের যে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানার ওসি হুমায়ুন কবিরকে নির্দেশ প্রদান করেন তিনি। পূজা মন্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার মনিরুজ্জামানের সাথে উপস্থিত ছিলেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, ওসি (তদন্ত) কামাল হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক জামাল উদ্দিন, সিনিয়র সদস্য সাংবাদিক আব্দুন নুর, সাংবাদিক সুজন চন্দ অনুপ সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়