Sunday, October 30

কানাইঘাটে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উপস্থিতিতে এক সভা রবিবার বিকেল ৪টায় কানাইঘাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওয়াইছ মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শিক্ষক সমিতির সদস্য আনোয়ার হোসেন। উক্ত সভায় বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ বক্তব্য রাখেন। সভায় সর্বসম্মতিক্রমে কানাইঘাট মডেল সরকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামানকে আহবায়ক করে উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নিয়ে ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কেন্দ্রীয় সভানেত্রী সালেহা আক্তারের উপস্থিতিতে অভিষেক করার জন্য সিন্ধান্ত গৃহীত হয়। নবগঠিত উক্ত সমিতির নেতৃবৃন্দ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন একমাত্র বৈধ সংগঠন হিসাবে শিক্ষকদের দাবী ধাওয়া বাস্তবায়নে কাজ করে যাবে বলে সভায় শিক্ষক নেতৃবৃন্দ অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়