নিজস্ব প্রতিবেদক:
দলের ২০ তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে কানাইঘাট উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির এক প্রস্তুতি সভা শনিবার বিকেল ৪টায় কানাইঘাট ডাক বাংলোয় অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের আহবায়ক লুৎফুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় দলের ২০তম জাতীয় সম্মেলন সফল করার জন্য উপজেলা আ’লীগের পক্ষ থেকে বিভিন্ন সিন্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিক আহমদের পরিচালনায় কার্যকরি কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক লোকমান হোসেন, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, এড. আব্দুস সাত্তার, এড মামুন রশিদ, ফখরুদ্দিন শামীম, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা আলী হোসেন কাজল, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, বড়চতুল ইউপির সাবেক চেয়ারম্যান মুবশ্বির আলী, কাউন্সিলার মাসুক আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ, জেলা যুবলীগের সদস্য আব্দুল হেকিম শামীম, শামসুল আলম জাকারিয়া প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়