Sunday, October 9

কানাইঘাটে সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রচারনা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি নির্বাচন আগামী ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। শিক্ষক সমিতির এ নির্বাচনকে ঘিরে শিক্ষকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। ২১টি পদের এ নির্বাচনে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে উপজেলার ৫২১ জন সহকারী শিক্ষক ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করবেন। উপজেলা ইউটিডিসি হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শিক্ষকদের ন্যায্য দাবী দাওয়া ও বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে নির্বাচনে অংশগ্রহণকারী শিক্ষকরা প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এদিকে সহকারী শিক্ষক সমিতির নির্বাচনে নজমুল-রশিদ-ছিদ্দিক পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী শিক্ষকবৃন্দ স্থানীয় সাংবাদিকদের সাথে গত শনিবার এক মতবিনিময় সভায় মিলিত হন। এ প্যানেলের শিক্ষক নির্বাচনের সভাপতি প্রার্থী দুর্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজমুল ইসলাম বিলাল, সাধারণ সম্পাদক প্রার্থী রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রশিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী কালীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সিদ্দিক, প্যানেলের অন্যান্য পদের প্রতিদ্বন্দ্বি শিক্ষকবৃন্দ নির্বাচনকে সামনে রেখে তাদের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। সভাপতি প্রার্থী নজমুল ইসলাম বিলাল জানান তাদের প্যানেলের শিক্ষকবৃন্দ ২১টি পদে বিজয়ী হতে ব্যাপক আশাবাদী। সহকারী শিক্ষকদের কাছ থেকে তারা ব্যাপক সাড়া পাচ্ছেন। তিনি বলেন, তাদের প্যানেলের শিক্ষকরা নির্বাচিত হলে উপজেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলগামী এবং স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দের সাথে সু-সম্পর্ক স্থাপন, শিক্ষকদের সকল ন্যায্য দাবীদাওয়া বাস্তবায়নে তারা কাজ করে যাবেন। শিক্ষকদের ঐক্যবদ্ধ করে শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার করেন তারা। ১৩ অক্টোবরের নির্বাচনে উক্ত প্যানেলকে বিজয়ী করার জন্য তারা সম্মানিত সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দের সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়