Thursday, October 20

অষ্টম হাফসেঞ্চুরির ঘরে মঈন আলী

অষ্টম হাফসেঞ্চুরির ঘরে মঈন আলী

কানাইঘাট নিউজ ডেস্ক: ইংল্যান্ডের কাটতির সময় ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি পেলেন মঈন আলী। তার হাফ সেঞ্চুরি ও জো রুটের ৪০ রানের ওপর ভর করে নিজেদের স্কোর ২০০ রানের কাছাকাছি নিয়ে গেছে ইংল্যান্ড। ম্যাচে শুধু মঈন আলীর আউট নিয়ে এখন পর্যন্ত তিনবার রিভিউ করেছে দুই দল।

এর মধ্যে বাংলাদেশের আউটের দুটি রিভিউ সঠিক নয় হিসেবে বিবেচিত হয় এবং ইংল্যান্ডের করা রিভিউটি সঠিক বলে বিবেচিত হয়। তাছাড়া বাংলাদেশের স্পিন বোলারদের আক্রমণে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। জনি বেরিস্টোকে সঙ্গে নিয়ে দ্রুত রান করে এই উইকেটের ক্ষত পূরণের চেষ্টা করছেন মঈন আলী।

৩০টি টেস্ট ম্যাচে মোট ১ হাজার ৪৭৪ রান করেছেন মঈন আলী। ক্যারিয়ারে সর্বোচ্চ ১৫৫ রানে নট আউট। এ বছর মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে এই স্কোর করেন তিনি। তার ঝুলিতে আছে মোট ৩টি টেস্ট সেঞ্চুরি।
 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়