কানাইঘাট নিউজ ডেস্ক:
মাহমুদউল্লাহ আউট হওয়ার পর ইএসপিএন ক্রিকইনফোর কমেন্টারি, ‘শেষ মুহূর্তে কী
বোধ-বুদ্ধিটাই হারিয়ে ফেললেন মাহমুদউল্লাহ!’ ‘এ কেমন শট খেললেন তিনি!’ এ
তো পুরোপুরি আত্মঘাতী! খুব সহজেই, যে কেউ বলটাকে সোজা ব্যাটে ডিফেন্স করে
দেবে। স্লো উইকেটে জাফর আনসারির নিচু হয়ে আসা বলটি ব্যাট পেতে দেয়াই ছিল
মাহমুদউল্লাহর মত ব্যাটসম্যানের কাছ থেকে তখনকার মুহূর্তের চাওয়া। তাতে ১২৮
রানের লিড, সঙ্গে হাতে ৮ উইকেট নিয়ে দিন শেষ করতে পারবে বাংলাদেশ।
শুধু কি নিজের উইকেট? না পুরো দলকেই চাপে ফেলেছেন মাহমুদউল্লাহ! দিন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মেহেদী হাসান মিরাজ সে কথাই বললেন, ‘রিয়াদ(ভাই)যদি থাকত আমাদের জন্য ভালো হত। কিন্তু দূর্ভাগ্যবশত আউট হয়ে গেছেন।’
কিন্তু দিনের শেষ বলে ওরকম শট কেন? স্কোরবোর্ড দেখলে কিছুটা অনুমান করা যাবে। মাহমুদউল্লাহ যখন আউট হলেন তখন তার নামের পাশে ৪৭ রান। টেস্টে গত চার ইনিংসে নেই কোনো হাফসেঞ্চুরি কিংবা তার বড় ইনিংস। তাই দিনের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে নিশ্চিন্ত থাকতে চেয়েছিলেন! তৃতীয় দিনটি হয়ত শুরু করতে চেয়েছিলেন নতুন করে! কিন্তু সেই সুযোগ মিলল কই।
অযাচিত শট নিয়ে মিরাজের ব্যাখ্যা, ‘ব্যাটসম্যানরা যে কোন বলেই আউট হতে পারে। ব্যাটসম্যানদের সুযোগ কিন্তু একটাই। কিন্ত বোলাররা সুযোগ অনেক বেশি পায়্। ব্যাটিং করার সময় সিদ্ধান্ত একটু এদিক-সেদিক হলেই আউট হয়ে যায়। রিয়াদ ভাই অনেক ভালো ক্রিকেটার। অনেক অভিজ্ঞ ব্যাটসম্যান। আউট হতেই পারে। কেউতো আর ইচ্ছে করে আউট হতে চায় না।’
বাংলাদেশ এই মুহূর্তে এগিয়ে আছে ১২৮ রানে। ইংল্যান্ডের সামনে যে লক্ষ্যই ছুড়ে দেওয়া হোক, সেটি নিয়েই লড়াইয়ের প্রত্যয় মিরাজের, ‘প্রথম ইনিংসে আমাদের ভালো একটা জুটি হয়েছে। যদিও এর পর দ্রুত উইকেট পড়ে গেছে। আমাদের যারা ব্যাটসম্যান আছে, আশা করি দায়িত্ব নিয়ে খেলবে। যে রানই আমরা করি, আশা করি সেটা নিয়েই আমরা লড়াই করতে পারব। আমরা আমাদের শক্তি সম্পর্কে জানি। আমাদের স্পিনাররা ভালো বোলিং করছে। ভালো ব্যাটিং হলে স্পিনারদের জন্য কাজ সহজ হয়ে যাবে।’
শুধু কি নিজের উইকেট? না পুরো দলকেই চাপে ফেলেছেন মাহমুদউল্লাহ! দিন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মেহেদী হাসান মিরাজ সে কথাই বললেন, ‘রিয়াদ(ভাই)যদি থাকত আমাদের জন্য ভালো হত। কিন্তু দূর্ভাগ্যবশত আউট হয়ে গেছেন।’
কিন্তু দিনের শেষ বলে ওরকম শট কেন? স্কোরবোর্ড দেখলে কিছুটা অনুমান করা যাবে। মাহমুদউল্লাহ যখন আউট হলেন তখন তার নামের পাশে ৪৭ রান। টেস্টে গত চার ইনিংসে নেই কোনো হাফসেঞ্চুরি কিংবা তার বড় ইনিংস। তাই দিনের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে নিশ্চিন্ত থাকতে চেয়েছিলেন! তৃতীয় দিনটি হয়ত শুরু করতে চেয়েছিলেন নতুন করে! কিন্তু সেই সুযোগ মিলল কই।
অযাচিত শট নিয়ে মিরাজের ব্যাখ্যা, ‘ব্যাটসম্যানরা যে কোন বলেই আউট হতে পারে। ব্যাটসম্যানদের সুযোগ কিন্তু একটাই। কিন্ত বোলাররা সুযোগ অনেক বেশি পায়্। ব্যাটিং করার সময় সিদ্ধান্ত একটু এদিক-সেদিক হলেই আউট হয়ে যায়। রিয়াদ ভাই অনেক ভালো ক্রিকেটার। অনেক অভিজ্ঞ ব্যাটসম্যান। আউট হতেই পারে। কেউতো আর ইচ্ছে করে আউট হতে চায় না।’
বাংলাদেশ এই মুহূর্তে এগিয়ে আছে ১২৮ রানে। ইংল্যান্ডের সামনে যে লক্ষ্যই ছুড়ে দেওয়া হোক, সেটি নিয়েই লড়াইয়ের প্রত্যয় মিরাজের, ‘প্রথম ইনিংসে আমাদের ভালো একটা জুটি হয়েছে। যদিও এর পর দ্রুত উইকেট পড়ে গেছে। আমাদের যারা ব্যাটসম্যান আছে, আশা করি দায়িত্ব নিয়ে খেলবে। যে রানই আমরা করি, আশা করি সেটা নিয়েই আমরা লড়াই করতে পারব। আমরা আমাদের শক্তি সম্পর্কে জানি। আমাদের স্পিনাররা ভালো বোলিং করছে। ভালো ব্যাটিং হলে স্পিনারদের জন্য কাজ সহজ হয়ে যাবে।’
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়