Sunday, October 16

ভোলায় সড়ক দুর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু

ভোলায় সড়ক দুর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার হেলিপ্যাড এলাকায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী রাজিব(১৫) ও আল আমিন (১৬) নামের ২ কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিব উপজেলা জাহানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পল্লী চিকিৎসক কবির মিয়ার ছেলে ও আল আমিন আসলামপুর ইউনিয়নের ভূইয়ার হাট এলাকার ইসমাইল হোসেনের ছেলে। এদের মধ্যে রাজিব এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ‘ভোলা থেকে যাত্রীবাহী একটি বাস চরফ্যাশনে যাওয়ার সময় হেলিপ্যাড সংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেলকে চাপ দেয়। এতে ঘটনাস্থলে রাজিবের মৃত্যু হয়। গুরুতর আহত আল আমিনকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকেও মৃত্যু ঘোষণা করেন।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামূল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে। ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়