Thursday, October 13

খাদিজার লাইফসাপোর্ট খোলা হয়েছে


কানাইঘাট নিউজ ডেস্ক: খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো থাকায় লাইফসাপোর্ট খোলা হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরের দিকে স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের অ্যাসোসিয়েট মেডিকেল ডিরেক্টর ডা. মির্জা নাজিমউদ্দিন এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, নার্গিসকে ২৪ ঘণ্টা লাইফসাপোর্ট ছাড়া পর্যবেক্ষণে রাখা হবে। ২৪ ঘণ্টার মধ্যে তারা শারীরিক অবস্থা কী হয় তা পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগে ডা. মির্জা বলেন, নার্গিসের শারীরিক অবস্থা একটু একটু করে ভালো হচ্ছে। যেহেতু বড় ধরনের ইনজুরি, তাই সময়টা বেশি দরকার হচ্ছে। তবে আমর‍া আশাবাদী তিন সপ্তাহের মধ্যে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে। তখন স্পষ্ট ধারণা দেওয়া যাবে। গত ৩ অক্টোবর খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। এ ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় সারা দেশে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়