Wednesday, October 26

'বাংলাদেশের উন্নয়নে বিস্মিত বিশ্বনেতারা'

'বাংলাদেশের উন্নয়নে বিস্মিত বিশ্বনেতারা'

কানাইঘাট নিউজ ডেস্ক: বিশ্ব দরবারে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর তা খুব ভালোভাবেই অনুধাবন করছেন বিশ্বনেতারা। বাংলাদেশ সম্পর্কে সকলের মত দৃষ্টিভঙ্গী বদলাতে শুরু করেছে বিশ্বনেতাদেরও। তারই প্রমাণ পাওয়া গেলো প্রধানমন্ত্রীর কথাতে।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জানিয়েছেন, ''বিশ্ব নেতাদের সঙ্গে দেখা হলে অনেকেই বলেন, বাংলাদেশ একটা বিস্ময়। তারা বলেন, আপনি কি ম্যাজিক জানেন?''

বুধবার গণভবনে ছাত্রলীগ নেতাদের সাথে সাক্ষাৎকালে এ এ কথা বলেন প্রধানমন্ত্রী।

ছাত্রলীগ নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ''বাংলাদেশকে এখন আর কোনও দেশের কাছে হাত পাততে হয় না। আর কোনও দেশকে আমরা এখন দাতা বলি না, উন্নয়ন সহযোগী বলি।''

তিনি আরও বলেন, ''কেবল রাজনীতি করলে চলবে না। লেখাপড়া করতে হবে; ইতিহাস জানতে হবে। পড়তে হবে বঙ্গবন্ধুর আত্মজীবনী।''

তিনি বলেন, ''অনেকেই মন্ত্রী হওয়ার জন্য দল ত্যাগ করে। আর বঙ্গবন্ধু দলের জন্য মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন।''

প্রধানমন্ত্রী বলেন, ''বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে কেউ না খেয়ে থাকবে না। কেউ গৃহহীন থাকবে না।''

তিনি নিজ-নিজ এলকার গৃহহীন মানুষের তালিকা তৈরি করতে ছাত্রলীগ নেতাদের নির্দেশ দেন।

উল্লেখ্য, সম্প্রতি আওয়ামী লীগের কাউন্সিলেও তিনি দেশের দরিদ্র মানুষের তালিকা তৈরি করতে নেতা কর্মীদের নির্দেশ দিয়েছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়