নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট বড়চতুল ইউপির সুন্দ্রাকিশ ও ফাবিজুরী নদীতে বাঁধ দিয়ে সেচের মাধ্যমে মাছ শিকার বন্ধের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার বরাবরে রবিবার এলাকাবাসী স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে এলাকাবাসী উল্লেখ করেছেন হাওর এলাকায় বুরো চাষের জন্য পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে সুন্দ্রাকাশি ও ফাবিজুরী নদীতে সুইচ গেইট নির্মাণ করা হয়। কিন্তু একটি মহল কি-গাংগা নামক স্থানে বাঁধ নির্মাণ করে সুইচ গেইট দ্বারা জমানো পানি সেচের মাধ্যমে বিনষ্ট করে মাছ শিকার করছে। যার কারনে আগামী বুরো মৌসুমে পানির অভাবে কৃষকরা সুফল না পেতে পারেন। অবিলম্বে পানি সেচে মাছ শিকার বন্ধ ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনে দাবী জানিয়েছেন এলাকাবাসী।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়