Friday, October 14

চতুর্থ বিপজ্জনক দেশ পাকিস্তান, ভারতের চেয়েও নিরাপদ বাংলাদেশ


চতুর্থ বিপজ্জনক দেশ পাকিস্তান, ভারতের চেয়েও নিরাপদ বাংলাদেশ
কানাইঘাট নিউজ ডেস্ক: : পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ পুরনো। এবার আরও বিব্রত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বিশ্বের চতুর্থ বিপজ্জনক এবং অনিরাপদ দেশ হিসেবে উঠে এসেছে পাকিস্তানের নাম।  বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF)-এর রিপোর্টে এসেছে এমন তথ্য। সবথেকে অনিরাপদ দেশ হিসেবে চিহ্নিত হয়েছে নাইজেরিয়া। তালিকায় সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে তালিকায় প্রথমে রয়েছে ফিনল্যান্ড।

সন্ত্রাসবাদে জর্জরিত পাকিস্তান। সেদেশের সেনাবাহিনী ও সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই-এর বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সরাসরি মদত দেয়ার অভিযোগ আছে। সম্প্রতি জম্মু-কাশ্মীরের উরি সেনা ক্যাম্পে জঙ্গি হানা হয়। অভিযোগ ওঠে যে, পাক সেনাদের মদতেই নিয়ন্ত্রণ রেখা পার করে পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গিরা অনুপ্রবেশ করেছিল। প্রত্যাঘাতে অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ভারত।

পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ পুরনো। এবার আরও বিব্রত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বিশ্বের চতুর্থ বিপজ্জনক এবং অনিরাপদ দেশ হিসেবে উঠে এসেছে পাকিস্তানের নাম।  বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF)-এর রিপোর্টে এসেছে এমন তথ্য। সবথেকে অনিরাপদ দেশ হিসেবে চিহ্নিত হয়েছে নাইজেরিয়া।

সন্ত্রাসবাদে জর্জরিত পাকিস্তান। সেদেশের সেনাবাহিনী ও সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই-এর বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সরাসরি মদত দেয়ার অভিযোগ আছে। সম্প্রতি জম্মু-কাশ্মীরের উরি সেনা ক্যাম্পে জঙ্গি হানা হয়। অভিযোগ ওঠে যে, পাক সেনাদের মদতেই নিয়ন্ত্রণ রেখা পার করে পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গিরা অনুপ্রবেশ করেছিল। প্রত্যাঘাতে অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ভারত।
অনিরাপদের দেশের তালিকায় রয়েছে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলো। আর ইউরোপের দেশগুলোর অবস্থান নিরাপদ দেশের তালিকায়।

প্রতিবেদনে সর্বাধিক অনিরাপদ দেশ হিসেবে নাইজেরিয়ার অবস্থা খুবই শোচনীয়। বোকো হারামের মতো উগ্র ধর্মীয় জঙ্গি গোষ্ঠীর নাশকতায় বহু মানুষের মৃত্যু হয়েছে আফ্রিকার এই দেশে।

সবচেয়ে অনিরাপদ দেশ পাকিস্তানের নিরাপত্তা রেটিং পয়েন্ট হচ্ছে ৩.০৪ আর নিরাপদ দেশ হিসেবে ফিনিল্যান্ডের পয়েন্ট ৬.৭। ৪.৪৩ পয়েন্ট নিয়ে প্রতিবেশিদের চেয়ে ভালো অবস্থানেই রয়েছে বাংলাদেশ। ভারতের পয়েন্ট ৩.৮২।

১৩৪ দেশ নিয়ে এ তালিকা তৈরি করা হয়। এ তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ৭৩ নম্বরে। আর যুক্তরাজ্যের অবস্থান ৬৩ তম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়