Tuesday, October 18

ট্রাম্প টাওয়ারের সামনে নারীদের বিক্ষোভ

ট্রাম্প টাওয়ারের সামনে নারীদের বিক্ষোভ

কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নারীদের প্রতি বিভিন্ন সময়ে কটূক্তির প্রতিবাদে তর বিরুদ্ধে বিক্ষোভ করেছে কয়েকটি সংগঠন। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারের সামনে তারা এ বিক্ষোভ করেন।

বিক্ষোভে ট্রাম্পের ছবিতে সতর্কীকরণ চিহ্ন আঁকা এবং বিভিন্ন লেখা সংবলিত ব্যানার হাতে বিক্ষোভকারীরা জমায়েত হন। এসব ব্যানারের কোনোটিতে ট্রাম্পের নির্বাচনী স্লোগানের প্যারোডি করে 'স্ত্রীবিদ্বেষ আবারো বাড়িয়ে দিন' লেখা ছিল। আবার কোনোটিতে লেখা ছিল 'ট্রাম্প নারীদের অবমাননাকারী'।

এদিকে, নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে কারচুপি হবে বলে আগাম অভিযোগ তুলেছেন রিপাবলিকান এ প্রার্থী। টুইটারে তিনি এ নিয়ে অভিযোগ করেছেন।

অন্য এক টুইটে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের সমালোচনা করে তিনি লিখেছেন, 'এ নির্বাচনে জয় পেতে আমাদের সবাইকে একজোট হতে হবে। ওবামার আরো চার বছর কিংবা তার চেয়েও খারাপ কিছু হতে দিতে পারি না আমরা!'

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়