কানাইঘাট নিউজ ডেস্ক: কে
বলেছে বাংলাদেশে সুন্দর ছবি হয় না? যারা বাংলা সিনেমা সম্পর্কে খোঁজখবর না
রেখে শুধু হতাশাবাচক কথা বলেন তাদের মুখ লুকোবার উপলক্ষ নিয়ে এসেছে
সাম্প্রতিক সিনেমাগুলো। যদিও 'আয়নাবাজি'র মতো সিনেমাটি এতটা আলোড়ন তুলতে
পারেনি দেশে, তবু 'জালালের গল্প' সিনেমাটি দেশে-বিদেশে নানা জায়গায় ব্যাপক
প্রশংসিত হয়েছে। জিতেছে বেশ ক'টি পুরস্কার। এবার সেই ঝুলিতে যুক্ত হলো
রাশিয়ান পুরস্কারও।
আবু শাহেদ ইমন তার চলচ্চিত্র ‘জালাল এর গল্প’ এর জন্য রাশিয়ার উফা শহরে সিলভার আকবুজাত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘গ্র্যান্ড প্রিক্স প্লে ফিল্ম’ পুরস্কার জিতেছে। সেখানে তার ছবির পাশাপাশি আরো বিভিন্ন দেশ অন্যান্য বিভাগে পুরস্কার জিতে নেয়।
রাশিয়ার সাংস্কৃতিক মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন আবু শাহেদ ইমনের হাতে।
আবু শাহেদ ইমন তার চলচ্চিত্র ‘জালাল এর গল্প’ এর জন্য রাশিয়ার উফা শহরে সিলভার আকবুজাত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘গ্র্যান্ড প্রিক্স প্লে ফিল্ম’ পুরস্কার জিতেছে। সেখানে তার ছবির পাশাপাশি আরো বিভিন্ন দেশ অন্যান্য বিভাগে পুরস্কার জিতে নেয়।
রাশিয়ার সাংস্কৃতিক মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন আবু শাহেদ ইমনের হাতে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়