Tuesday, October 4

কানাইঘাটে বিজিবির হাতে মানব পাচারকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: কাজের প্রলোভন দেখিয়ে নিরীহ লোকদের কানাইঘাট ডনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় গত সোমবার রাতে কানাইঘাট ডনা বিজিবি ক্যাম্পের জোয়ানদরে হাতে পাচারকারী চক্রের দলনেতাসহ ৫ জন গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থকেে নগদ ১০ হাজার ২৭০ ভারতীয় রূপি ও ৩,৫০০/- বাংলাদশেী টাকা উদ্ধার করে বিজিবি। পরে আটক কৃতদের ডনা বিজিবি ক্যাম্পের জোয়ানরা উপজলো নির্বাহী র্কমর্কতা ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়ার কার্যালয়ে মঙ্গলবার বেলা ১২ টায় হাজির করলে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে ভারতে অবৈধ অনুপ্রবেশ চেষ্টা ও সীমান্তে জড়ো হওয়ার অপরাধে দণ্ডবিধির ১৮৮/২২৫ ধারায় গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রাদান করনে। সাজাপ্রাপ্তদের মধ্যে পাচারকারী চক্রের দলনতো উপজলোর বড়চতুল ইউপির মৃত রাশেদ আলীর পুত্র ফরিদ উদ্দীন (৫০) ও অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতা লক্ষীপ্রসাদ র্পুব ইউপির ডোনা রাতাছড়া গ্রামের মৃত আকদ্দস আলীর পুত্র আব্দুল কাদের (৩৫) কে ৬ মাস এবং ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার আপরাধের দায়ে লক্ষীপ্রাসাদ পশ্চমি ইউপির বড়বন্দ গ্রামের বাবুল আহমদের পুত্র রামিম উদ্দিন (২২) একই গ্রামের মোঃ জিয়াউল হকের পুত্র ফখরুল ইসলাম (২৫) ও বড়চতুল ইউপির লখাইরগ্রামের আব্দুল মুতলিব এর পুত্র আনোয়ার হুসাইন (২৫) কে ১৫ দিনের সাজা প্রদান করে মোবাইল কোর্টে রায় দেয়া হয় । মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত আসামীদের কানাইঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি জোয়ানরা। এদিকে ডনা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মোঃ মামুন রশিদ কানাইঘাট নিউজকে জানান গত সোমবার রাত অনুমান ১১ টার দিকে সীমান্ত এলাকার ১৩৮ মেইন পিলারের রতনরে গুল এলাকায় বিজিবি জোয়ানরা টহল দেয়ার সময় বাংলাদেশের ১৫০ গজের ভিতর থেকে ভারতে অবৈধ অনুপ্রবশের চেষ্টার সময় এ ৫ জন কে আটক করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়