Tuesday, October 18

সেক্টর কমান্ডার সাদী’র মৃত্যুতে কানাইঘাটে শোক র‌্যালী


কানাইঘাট নিউজ ডেস্ক:মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, সাবেক এমপি দেওয়ান মাহবুবুর রব সাদী বীর প্রতিকের মৃত্যুতে কানাইঘাট মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে এক শোক র‌্যালী গত ১৬ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা মুক্তিযুদ্ধা কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কানাইঘাট ডাক বাংলায় এক শোকসভা অনুষ্ঠিত হয়। কানাইঘাট উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ মাহফুজুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নুর আলমের পরিচালনায় আয়োজিত উক্ত শোক সভায় বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সহ সভাপতি এবাদুর রহমান, আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আহমদ, সাংগঠনিক সম্পাদক বিলাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক কবির উদ্দিন, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক ময়নুল হক, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল বারী, পুর্নবাসন সম্পাদক নুরুল হক, ক্রীড়া সম্পাদক রিয়াজ উদ্দিন, সদস্য ওয়াসিম ইসলাম, মাসুক আহমদ, জসিম উদ্দিন, আব্দুল্লাহ প্রমূখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়