নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট গাছবাড়ী বাজারে নাটক দেখাকে কেন্দ্র করে সংঘর্ষে ৩/৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় গাছবাড়ী এলাকার ১০/১২ জন যুবক শুক্রবার সন্ধ্যা ৭টায় স্থানীয় সানরাইজ কমিউনিটি সেন্টারে সিলেটি কমেডি নাটকের আয়োজন করে। এতে অভিনয় করার কথা ছিলো সিলেটের কটাই মিয়া থ্যাত শাহেদ মোশাররফ এর। গাছবাড়ী আইডিয়্যাল কলেজ মাঠে কটাই মিয়ার আগমন উপলক্ষে আয়োজককারীরা গত কয়েকদিন থেকে ব্যাপক প্রচারণা চালিয়ে আসলেও আজ হঠাৎ করে তারা স্থান পরিবর্তন করে স্থানীয় সানরাইজ কমিউনিটি সেন্টারে নিয়ে আসে এবং টিকেট সিস্টেম চালু করে । এক পর্যায়ে ব্যাপক টিকিট বিক্রি শুরু হলে অাসন নিয়ে মহাবিপাকে পড়ে যান অায়োজকরারীরা। নাটক দেখতে আসা দর্শকদের সামলাতে না পেরে এক পর্যায়ে আয়োজককরীরা সটকে পড়েন। এতে উত্তেজিত হয়ে আগত দর্শকরা কমিউনিটি সেন্টারের ভিতরে বাইরে থেকে চেয়ার ছোড়াছোড়ি করতে থাকে। লােকজন দিকবিদিগ দৌড়াদৌড়ি শুরু করেন। শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অানতে স্থানীয় ঝিংগাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান অাব্বাস উদ্দিন ও বাণিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ উদ্দিন ঘটনাস্থলে যান। তারা কানাইঘাট থানা পুলিশকে অবহিত করলে থানার ওসি ( তদন্ত) কামাল উদ্দিন বিপুল সংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অাগামী সোমবার কটাই মিয়ার নাটক কোন প্রকার টিকেট ছাড়া উন্মুক্ত দেখার সুযোগ দেয়া হবে বলে উত্তেজিত জনতাকে শান্ত করেন। এখন পরিস্থতি পুরোপুরি শান্ত রয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অামরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি,তবে অায়োজক কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে কোন অনুমতি নেয়নি।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়