Thursday, October 27

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে:: হুইপ সেলিম


কানাইঘাট নিউজ ডেস্ক: মহান জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য,জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্ঠা আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন যথেষ্ঠ এগিয়ে যাচ্ছে। তিনি আজ সুইজারল্যান্ডের জেনেভায় সিআইসিজি ভবনে “Òpromoting enhanced international cooperation on the SDGS, in particular on the financial inclusion of women as a driver of development ”বিষয়ের উপর বক্তৃতাদান কালে এসব কথা বলেন। বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি বলেন, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে হলে তাদের আর্থিক সামর্থ্য আবশ্যক। আর্থিকভাবে সামর্থ্যবান হলে একজন নারী পরিবার, সমাজ, জাতির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। এ সমাজে নারীকে সাবলম্বী করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বর্তমান বিশ্বে নারী পুরুষ উভয়ের আর্থিক স্বচ্ছলতার ফলে “একটি দেশ ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত এবং অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে বিশ্ব নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি আরোও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় নেতা নারী, স্পীকার নারী সহ গুরুত্বপূর্ণ পদে নারীরা অবস্থান করলেও কাঙ্কিত লক্ষ্যে এখনও পর্যন্ত নারীর ক্ষমতায়নসহ আর্থিক স্বচ্ছলতা আসেনি। তিনি আরোও বলেন, নারীরা আমাদের মা, বোন, মেয়ে, স্ত্রী। নারীরা স্বাবলম্বী হলে একটি পরিবার স্বাবলম্বী হবে, একটি পরিবার স্বাবলম্বী হলে একটি রাষ্ট্র স্বাবলম্বী হবে। বর্তমান প্রজন্মের নারীরা একটি জাতির ভবিষ্যৎ প্রজন্মের মা। এজন্য নারীর ক্ষমতায়ন ও নারীর আর্থিক স্বচ্ছলতার মাধ্যমেই একটি রাষ্ট্রের উন্নতি করা সম্ভব।তিনি আরোও বলেন, জাতিসংঘ কর্তৃক গৃহিত এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল) এর লক্ষ বাস্তবায়ন করতে হলে নারীকে আর্থিকভাবে সাবলম্বী করার বিকল্প নেই। আর এ লক্ষ্য বাস্তবায়ন করতে হলে বাংলাদেশসহ বিশ্ব নেতৃবৃন্দকে একসাথে কাজ করার আহ্বান জানান। এসময় বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, এম এ আওয়াল এমপি প্রমুখ।(বিজ্ঞপ্তি)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়