কানাইঘাট নিউজ ডেস্ক:
জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্ঠা আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য টেস্ট ক্রিকেট ম্যাচে সিরিজ সমতা আনায় এবং একইসাথে ২য় টেস্টে ১০৮ রানের ব্যবধানে জয়লাভ করায় জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানান । বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি এক বার্তায় বলেন, শুধু ওয়ানডে ক্রিকেটে নয় বরং টেস্ট ক্রিকেটে বাংলাদেশ যে পারদর্শিতা দেখিয়েছে তা অবশ্যই গর্বের বিষয়। এসময়ের অন্যতম সেরা ক্রিকেট দল ইংল্যান্ডকে হারানো বাংলাদেশ টেস্ট ক্রিকেটেও এনেদিবে নতুন আত্মবিশ্বাস। তিনি প্রত্যাশা করেন, বাংলাদেশ ক্রিকেটদল তাদের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল থেকে উজ্জলতর করবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়