Sunday, October 2

পাকিস্তানকে ঘায়েল করতে ভারতের নয়া কৌশল!

পাকিস্তানকে ঘায়েল করতে ভারতের নয়া কৌশল!

কানাইঘাট নিউজ ডেস্ক: এবার আর গুলি-বন্দুক নিয়ে নয়, পাকিস্তানের বিরুদ্ধে সাইবার আক্রমণ শানাচ্ছে ভারত। ভারতের ন্যাশনাল সাইবার সেফটি অ্যান্ড সিকিউরিটি স্ট্যান্ডার্ডস-এর দাবি, পাকিস্তানের সরকারি ওয়েব গেটওয়ে গভ ডট পিকে-এর অন্দরমহলে প্রবেশ করার চাবিকাঠি তাদের হাতে চলে এসেছে।

এখন শুধু ভারত সরকারের সম্মতির অপেক্ষা। সরকারি সম্মতি পেলেই পাকিস্তানি ওয়েব গেটওয়েকে হ্যাক করে নিতে পারবে ভারত।

সংস্থার অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল এস অমর প্রসাদ রেড্ডি দু’দিনের ন্যাশনাল সাইবার ডিফেন্স সামিট ২০১৬ চলাকালীন সংবাদ মাধ্যমকে এই তথ্য দেন।

তিনি বলেন, ‘‘আমরা এখন পাকিস্তানের ডিজিটাল পরিকাঠামোকে পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেওয়ার মতো অবস্থায় চলে এসেছি। পাঠানকোট হামলার পরেই আমরা এই যোগ্যতা অর্জন করি। এবার সরকার যদি মনে করে পাকিস্তানের জরুরি তথ্য নিজেদের হাতে নিয়ে নেবে, আমরা অনায়াসে সেই কাজ করে দিতে পারব।’’

পাকিস্তান কি ভারতে পাল্টা সাইবার হামলা চালাতে পারে?

এই প্রশ্নের উত্তরে রেড্ডি বলেন, না, সেই সম্ভাবনা নেই। কারণ ভারতের সরকারি ওয়েবসাইটগুলো পরিচালিত হয় অতি উন্নত হানিপট কম্পিউটার সিকিউরিটি মেকানিজম-এর দ্বারা। যার ফলে পাকিস্তান আর চীনের বহু হ্যাকার বহুদিন ধরে চেষ্টা চালালেও ভারতের সরকারি ওয়েব গেটওয়ের সুরক্ষার বেড়াজাল ভেদ করতে পারেনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়