Sunday, October 23

সিলেট মহানগর জাপার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা


সিলেট মহানগর জাতীয় পার্টির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় নগরীর ধোপাদিঘিরপারস্থ জাতীয়পার্টির কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ। কমিটি ঘোষণা উপলক্ষে মহানগর জাপা আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় পার্টির মহানগর শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ও দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তারা একটি শক্তিশালী কমিটির অনুমোদন দিয়েছেন। তাই দলকে এগিয়ে নিতে হবে। খুব তাড়াতাড়ি মহানগরের ২৭টি ওয়ার্ডের কমিটি গঠন করে সম্মেলনের প্রস্তুতি নিতে হবে। একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। কমিটিতে সিলেট-২ আসনের সংসদ সদস্য, দলের যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে আহ্বায়ক ও এডভোকেট আব্দুল হাই কাইয়ুমকে সদস্য সচিব ঘোষণা করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ টিয়া, মুহিদুর রহমান, এডভোকেট আবুল হাসান, মাদেকুর রহমান সাদেক, মৌলভী আবুল কালাম দুলাল আহমদ, সদস্য এটিইউ তাজ রহমান, আতিকুর রহমান আতিক, এডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, সেলিম উদ্দিন এমপি, আব্দুল্লাহ সিদ্দিকী, সাব্বির আহমদ, এডভোকেট কাজী আশরাফ উদ্দিন, সাবেক সংসদ সদস্য সোরফ উদ্দিন খছরু, সাবেক কমিশনার আব্দুস সামাদ নজরুল, এডভোকেট মো. এবাদুল হক, এডভোকেট ফয়জুর রহমান চৌধুরী শাহীন, এডভোকেট সিরাজুল হক, এহসানুল হক চৌধুরী, এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, এডভোকেট সিরাজ উদ্দিন খান, ইব্রাহিম আলী খান, আফছার বক্স, এডভোকেট আব্দুল হান্নান, সুফিয়ান আহমদ খান, সেবুল আহমদ তালুকদার, মুরাদ আহমদ শাহীন, মাহবুবুর রহমান মাহবুব, এনামুল হক মোর্শেদ খান, এডভোকেট জাহাঙ্গীর আলম, এডভোকেট কাজী মুশাররফ রাশেদ, ইউসুফ সেলু, এম.বরকত আলী, এডভোকেট বজলু মিয়া, ওসমান মিয়া, ছালেক আহমদ লাহির, মাহমুদুর ইসলাম, হেলাল আহমদ তালুকদার, মইনুল ইসলাম হাওলাদার, আফতাব মিয়া, আব্দুল আলী, আজমল আলী, আব্দুল মালিক, বজলুল হক চৌধুরী, আব্দুল কাইয়ুম, আবু হাফেজ চৌধুরী, শওকত আলী, আব্দুল মুমিন তালুকদার, ইমরান আহমদ, রেশমা আক্তার, মুক্তা বেগম, আব্দুল কাদির রানা, গয়েশ্বর চন্দ্র রায়, অপুরানা সেন নারায়ন, আব্দুল আহাদ রাসেল, আব্দুল হান্নান রুমন, মিন্টু মিয়া, সৈয়দ আলী, আবুল কাশেম, নূর মিয়া, বাবুল চৌধুরী, কয়েজ আহমদ, আছাদ উদ্দিন, ইকবাল আহমদ, ইসরাত জাহান, শহিদুর রহমান তাহের, গুলজার আহম্মেদ, এডভোকেট মুহতাসিন বিল্লাহ মাকিম, কয়েস আহমেদ। –বিজ্ঞপ্তি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়