কানাইঘাট নিউজ ডেস্ক: বুধবার
ভোরে ভারতের বেনারস শহরের পিটারকুন্ড মোড়ে একটি দোতলা ভবনে বিস্ফোরণের
ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন।
বার্তা সংস্থা আইএএনএস এ তথ্য জানিয়েছে।
যে বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা একটি গোরস্থানের পাশে এবং এর মালিক মোহাম্মদ হানিফ নামে এক ব্যক্তি। হানিফ তার ছেলে রাশেদ, হামিদ ও হাবিবকে নিয়ে বাড়িটিতে বসবাস করতেন। এছাড়া বাড়িটিতে আরো ২০ জনের মতো ভাড়াটিয়া ছিলেন।
বিস্ফোরণের ধাক্কা এতো প্রবল ছিল যে তাতে বাড়িটির একটি ছাদ উড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
বেনারসের জ্যেষ্ঠ পুলিশ সুপার নিতিন তিওয়ারি জানিয়েছেন, অবৈধভাবে গুদামজাত করে রাখা পটকার স্তূপ থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।
নিহতদের মধ্যে দুজনকে আমনা ও সরফরাজ বলে শনাক্ত করা হয়েছে, বাকীদের শনাক্ত করার কাজ চলছে।
ভারতের জাতীয় দুর্যোগ রেসপন্স বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে। ধ্বংসস্তূপের নিচে অন্তত দুজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বার্তা সংস্থা আইএএনএস এ তথ্য জানিয়েছে।
যে বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা একটি গোরস্থানের পাশে এবং এর মালিক মোহাম্মদ হানিফ নামে এক ব্যক্তি। হানিফ তার ছেলে রাশেদ, হামিদ ও হাবিবকে নিয়ে বাড়িটিতে বসবাস করতেন। এছাড়া বাড়িটিতে আরো ২০ জনের মতো ভাড়াটিয়া ছিলেন।
বিস্ফোরণের ধাক্কা এতো প্রবল ছিল যে তাতে বাড়িটির একটি ছাদ উড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
বেনারসের জ্যেষ্ঠ পুলিশ সুপার নিতিন তিওয়ারি জানিয়েছেন, অবৈধভাবে গুদামজাত করে রাখা পটকার স্তূপ থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।
নিহতদের মধ্যে দুজনকে আমনা ও সরফরাজ বলে শনাক্ত করা হয়েছে, বাকীদের শনাক্ত করার কাজ চলছে।
ভারতের জাতীয় দুর্যোগ রেসপন্স বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে। ধ্বংসস্তূপের নিচে অন্তত দুজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়