কানাইঘাট নিউজ ডেস্ক: চীনের
পূর্বাঞ্চলীয় জ্যাংসু প্রদেশের নানজিং শহরের একটি সাপের খামার থেকে দুই
শতাধিক বিষাক্ত কেউটে সাপ পালিয়ে যাবার পর শহরের বাসিন্দাদের মধ্যে চরম
আতঙ্ক দেখা দিয়েছে। গত ৮ অক্টোবর শহরের লিওয়ে এলাকার একটি বাড়িতে একটি
সাপ মারা হয়। তারপরই চুনি নামের ওই খামার থেকে এতগুলো সাপ পালিয়ে যাওয়ার
খবর পাওয়া যায়।
গত সোমবার স্থানীয় সরকার থেকে এক বিবৃতিতে জনসাধারণকে সাবধান করে বলা হয়, ওই খামার থেকে দুই শতাধিক কেউটে পালিয়ে গেছে। পরে এগুলোর মধ্যে ১৫০টিকে হয় ধরা হয় বা মেরে ফেলা হয়। কিন্তু বাকি ৫০টিরও বেশি সাপের খোঁজ পাওয়া যায়নি।
সাপগুলোকে এখন হন্য হয়ে খোঁজা হচ্ছে। খামারটির পাঁচ কিলোমিটার দুর পর্যন্ত এই সন্ধান চলছে। বাসিন্দাদের সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। সাপের কামড়ের ভয়ে নানজিংয়ের স্থানীয় সরকার সাংহাই থেকে বিষ নিরোধক ওষুধ আনিয়েছে।
স্বাস্থ্যকর্মী এবং অ্যাম্বুলেন্স সার্ভিসকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এছাড়া সাপের খামারটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং খামার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
গত সোমবার স্থানীয় সরকার থেকে এক বিবৃতিতে জনসাধারণকে সাবধান করে বলা হয়, ওই খামার থেকে দুই শতাধিক কেউটে পালিয়ে গেছে। পরে এগুলোর মধ্যে ১৫০টিকে হয় ধরা হয় বা মেরে ফেলা হয়। কিন্তু বাকি ৫০টিরও বেশি সাপের খোঁজ পাওয়া যায়নি।
সাপগুলোকে এখন হন্য হয়ে খোঁজা হচ্ছে। খামারটির পাঁচ কিলোমিটার দুর পর্যন্ত এই সন্ধান চলছে। বাসিন্দাদের সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। সাপের কামড়ের ভয়ে নানজিংয়ের স্থানীয় সরকার সাংহাই থেকে বিষ নিরোধক ওষুধ আনিয়েছে।
স্বাস্থ্যকর্মী এবং অ্যাম্বুলেন্স সার্ভিসকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এছাড়া সাপের খামারটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং খামার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়