Monday, October 10

কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: আগামী ২৫ অক্টোবর সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট উপজেলা ফুটবল টিম গঠন উপলক্ষ্যে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এক সভা সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের পরিচালনায় উক্ত সভায় উপজেলা ক্রীড়া সংস্থার সকল সদস্য ও সাবেক ও বর্তমান কৃতি ফুটবলাররা উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৫ অক্টোবর জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলায় সিলেট সদর উপজেলার ফুটবল টিমের সাথে কানাইঘাট উপজেলা ফুটবল টিমের খেলা অনুষ্ঠিত হবে। উক্ত টুর্নামেন্টে কানাইঘাট টিমের পর্যায়ে খেলোয়ার বাছাই, রেজিষ্ট্রেশন এবং ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প স্থাপনের লক্ষ্যে বিভিন্ন সিন্ধান্ত গ্রহণ করা হয় সভায়। সভায় আগামী ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত খেলোয়াড় বাছাই করে রেজিষ্ট্রেশন ও ১৯ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত কানাইঘাট উপজেলা ফুটবল টিমের তালিকা ভুক্ত ফুটবলারদের প্রশিক্ষণ কানাইঘাট কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণে ইচ্ছুক ফুটবলারদের উপজেলা ক্রীড়া সংস্থার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। ক্রীড়া সংস্থার সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংস্থার উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, কানাইঘাট পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, কানাইঘাট থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আব্দুল হেকিম শামীম, ক্রীড়া সংস্থার সদস্য হাজী আব্দুল মালিক, এনামুল হক, সাংবাদিক নিজাম উদ্দিন সহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়