Monday, October 24

বর্ণাঢ্য আয়োজনে সিলেট ট্যুরিস্ট ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটকে একটি পর্যটন জোন হিসেবে চিহ্নিত করে কাজ চলছে। সিলেটকে পর্যটন নগরী ঘোষণার চেষ্টা চলছে এর অংশ হিসেবে সড়ক ও অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে। তিনি আরো বলেন, সিলেট-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত হলে এই অঞ্চলে লোক সমাগম বেড়ে যাবে। এতে পর্যটন শিল্পের উন্নয়ন হবে। সিলেটের পর্যটন তথ্য দিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে একটি এ্যাপস তৈরী করা হচ্ছে। যাতে সিলেটের সব দর্শনীয় স্থানের তথ্য পাওয়া যাবে। তিনি সিলেটের পর্যটন শিল্প বিকাশে সিলেট ট্যুরিস্ট ক্লাবের মত সংগঠনের ব্যাপক ভূমিকা রাখতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ ব্যাপারে জেলা প্রশাসনের সব ধরণের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন। তিনি ২৪ অক্টোবর সোমবার সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১ম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ক্লাব সভাপতি সাংবাদিক হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় র‌্যালী ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুন নূর, এস আই আবু বক্কর, দি নিউ নেশন’র সিলেট প্রতিনিধি এস এ শফি। আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাব সদস্য ও বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী জামাল উদ্দিন, শেখঘাট ছানাউল্লাহ জামে মসজিদের সেক্রেটারী রুহেল আহমদ, অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেটের তথ্য প্রযুক্তি সম্পাদক তাওহীদুল ইসলাম, ট্যুরিস্ট ক্লাব অব এমসি কলেজের সভাপতি আব্দুর রহিম, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান, সহ সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিয়া, অর্থ সম্পাদক মকসুদুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম সাদি, সংস্কৃতি সম্পাদক আব্দুল মুহিত মাহিদ, সমাজসেবা সম্পাদক শাহিন আহমদ, আপ্যায়ন সম্পাদক সোহেল আহমদ, সহ আপ্যায়ন সম্পাদক আব্দুস সালাম, সদস্য সোনিয়া আক্তার, দেলওয়ার হোসেন রানা, কোম্পানীগঞ্জের মনিরুজ্জামান, জাফলংয়ের লোকমান আহমদ, আশকার রাব্বি চৌধুরী প্রমুখ। র‌্যালিতে অংশ নেয় সিলেট ট্যুরিস্ট পুলিশ, ট্যুরিস্ট ক্লাব অব এমসি কলেজ, কোম্পানীগঞ্জ ট্যুরিস্ট ক্লাব, শাবিপ্রবি ট্যুরিস্ট ক্লাব, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সিলেট ইউনিট সহ সিলেটে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়