Thursday, October 20

সিরিয়ায় তুর্কি বিমান হামলায় ‘২০০ যোদ্ধা নিহত’

সিরিয়ায় তুর্কি বিমান হামলায় ‘২০০ যোদ্ধা নিহত’
কানাইঘাট নিউজ ডেস্ক: উত্তর সিরিয়ায় কুর্দিদের উপর তুরস্কের সিরিজ বিমান হামলায় দেশটির ২০০ যোদ্ধা নিহত হয়েছে বলে তুর্কি সেনারা দাবি করেছে। বুধবার শেষ রাতের দিকে এসব হামলা চালানো হয়েছে।

সিরিয়ার আলেপ্পোর উত্তরাঞ্চলের মারাত উম্মে হায়াশে তুর্কি বাহিনী ১৮টি হামলা চালিয়েছে বলে দেশটির অফিসিয়াল নিউজ এজেন্সি আনাদুলো জানিয়েছে।

একজন আর্মির বরাত দিয়ে এজেন্সিটি দাবি করে, বুধবার রাতের হামলায় পিপলস প্রটেকশন ইউনিটের (ওয়াইপিজে) ১৬০-২০০ জন যোদ্ধা প্রাণ হারিয়েছে।

তবে সিরিয়ান কুর্দি নেতা বলেন, তুর্কি জেট বিমান এবং আর্টিলারি হামলায় বেমি হলে ১০ জন যোদ্ধা মারা গেছে।

সিরিয়ান মানবধিকার সংস্থা জানায়, গতকালের হামলায় কমপক্ষে ৯ জন প্রাণ হারিয়েছে এবং ২৬ জন আহত হয়েছে।

তবে আলজাজিরা হতাহতের সংখ্যা সর্ম্পকে নিশ্চিত নয় বলে জানিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়