নিজস্ব প্রতিবেদক:
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপির প্রতিশ্রুতি অনুযায়ী ঐতিহ্যবাহী ধর্মীয় বিদ্যাপীঠ কানাইঘাট দারুল উলূম দারুল হাদিস মাদ্রাসার সীমানার পাকা বাউন্ডারী ওয়ালের কাজের ভিত্তি প্রস্তরে শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান ও এম.এ মান্নান এমপির স্নেহাশীষ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুক আহমদের উপস্থিতিতে রবিবার সকাল ১১টায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার ছাত্র শিক্ষকদের উপস্থিতিতে পাকা বাউন্ডারী কাজের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন মাদ্রাসার মুহতমিম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী। এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার নায়েবে মুহতমিম মাওঃ আলিমুদ্দীন দুর্লভপুরী, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক রফিক আহমদ, মাদ্রাসার শায়খুল হাদিস মাওঃ সামছুদ্দিন দুর্লভপুরী, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খোকন, কানাইঘাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল মালিক,কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইজ্জাদুর রহমান চৌধুরী, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, মাদ্রাসার সহকারী শিক্ষক কারী হারুনুর রশিদ চতুলী, কানাইঘাট বাজার লেসী হাজী করামত আলী, যুবলীগ নেতা শাহাব উদ্দিন। মাদ্রাসার বাউন্ডারী কাজের উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার নায়েবে মুহতমিম মাওঃ আলিমুদ্দীন দুর্লভপুরী। উপজেলা যুবলীগের আহবায়ক মাসুক আহমদ কানাইঘাট নিউজকে জানান, গত বছর উপজেলা যুবলীগের এক সমাবেশে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান কানাইঘাট-চতুল-দরবস্ত সড়ক সংস্কার ও কানাইঘাটের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়ন এবং বিশেষ করে কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মাণের প্রতিশ্রতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি অনুযায়ী রবিবার জেলা পরিষদের অর্থায়নে প্রথমে ১ লক্ষ টাকার পাকা বাউন্ডারী কাজের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নানের ঐকান্তিক প্রচেষ্টায় আরো ৯ লক্ষ টাকা মাদ্রাসা পাকা বাউন্ডারী নির্মাণে বরাদ্ধ দেওয়া হবে, যা প্রক্রিয়াধীন রয়েছে বলে মাসুক আহমদ জানিয়েছেন। মাসুক আহমদ আরো জানিয়েছেন শীঘ্রই অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান এমপি কানাইঘাট-দরবস্ত সড়কের প্রায় সম্পন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের উদ্বোধন করবেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়