Sunday, October 30

রাজধানীতে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

রাজধানীতে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

কানাইঘাট নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবীতে ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম মানিক (৪৫)। রোববার ভোর সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেনের বলেন, মানিক পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। মানিককে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এসআই বিল্লাল হোসেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল ছয়টার দিকে মারা যান তিনি।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেছেন, মানিকের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়