কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরের নিমতলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আক্তারুল ইসলাম
(৩০) নাম এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে। নিহত আক্তারুল কুষ্টিয়ার মিরপুর
উপজেলার বড় বাড়িয়া এলাকায় সামছুল ইসলামের ছেলে।
বুধবার রাত আড়াইটার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের নিমতলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ তাকে ডাকাত দলের সদস্য দাবি করেছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি এলজি বন্দুক, দুই রাউন্ড রাইফেলের গুলি ও ৩টি গুলির খোসা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, নিমতলা এলাকায় ১০ থেকে ১২ জনের ডাকাত দল কুষ্টিয়া-মেহেরপুর সড়কে গাছের গুরি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে পুলিশের একটি টহল দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে গুলিবৃদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে ।
নিহত ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরকসহ ৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার রাত আড়াইটার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের নিমতলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ তাকে ডাকাত দলের সদস্য দাবি করেছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি এলজি বন্দুক, দুই রাউন্ড রাইফেলের গুলি ও ৩টি গুলির খোসা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, নিমতলা এলাকায় ১০ থেকে ১২ জনের ডাকাত দল কুষ্টিয়া-মেহেরপুর সড়কে গাছের গুরি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে পুলিশের একটি টহল দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে গুলিবৃদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে ।
নিহত ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরকসহ ৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়