Sunday, October 23

বোলারদের পারফরম্যান্স নিয়ে যা বললেন হাথুরুসিংহে

বোলারদের পারফরম্যান্স নিয়ে যা বললেন হাথুরুসিংহে

কানাইঘাট নিউজ ডেস্ক: শক্তিশালী ইংল্যান্ডকে দুইবার অলআউট করে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছেন সাকিব-মিরাজরা।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ২৯৩ ও দ্বিতীয় ইনিংসে ২৪০ রানে ইংল্যান্ডকে গুটিয়ে দেয় বাংলাদেশের বোলাররা। এতে মূল ভূমিকা স্পিনারদেরই।

দুই ইনিংস মিলিয়ে ১৮ উইকেট নিয়েছেন তিন স্পিনার সাকিব, মিরাজ ও তাইজুল ইসলাম। পেসার কামরুল ইসলাম রাব্বি নেন এক উইকেট, অন্যটি রান আউট।

এমন পারফরম্যান্সে দারুণ খুশি হাথুরুসিংহে, 'বোলাররা নিজেদের প্রমাণ করেছে। আর আমরা এমন উইকেট পেয়েছি যা, আমরা মনে করি আমাদের সামর্থ্যের সঙ্গে মানানসই'। কৌশলগতভাবে আমরা ভালো একটি ম্যাচ খেলেছি। আমরা এই ধরনের উইকেটের জন্য সঠিক কম্বিনেশন পেয়েছি।

টেস্টে নিজের প্রথম ইনিংসে ৬ উইকেটসহ মোট ৭ উইকেট নেন মিরাজ। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নেন সাকিবও। আরেক বাঁহাতি স্পিনার তাইজুল নেন চার উইকেট।

দুই উইকেট হাতে থাকা স্বাগতিকদের জয়ের জন্য পঞ্চম ও শেষ দিন চাই আর ৩৩ রান। দুই ইনিংসেই ইংল্যান্ডকে তিনশ’ রানের নিচে আউট করে দলকে ম্যাচে রেখেছেন বোলাররা।

'আমি সত্যিই খুশি যে, ওরা ২০ উইকেট নিতে পেরেছে। এটা ইতিবাচক'।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়